এক কলেজ শিক্ষকসহ দুইজনকে আটক করেছে পুলিশ সাত বছর প্রেম করার পর প্রেমিকাকে নিয়ে বেড়াতে যাওয়ার নাম করে ভাগ্নি জামাইয়ের বাসায় গিয়ে প্রেমিকাকে জবাই করে হত্যারর সাত টুকরো করে ড্রামে ভরে রাখার অভিযোগে । মঙ্গলবার সন্ধ্যায় আমতলীর হাসপাতাল সড়ক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পলাশ, হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। স্বজনদের অভিযোগ, কলেজ ছাত্রী মালার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো শিক্ষক পলাশের।
পলাশ জানায়, সম্প্রতি বিয়ের জন্য তাকে চাপ দিচ্ছিল মালা। তাই মালাকে কৌশলে আমতলীর হাসপাতাল রোড এলাকায় ভাগ্নি জামাই অ্যাডভোকেট মাঈনুল আহসান বিপ্লবের বাসায় নিয়ে যায় সে।
পরে বাসা খালি পেয়ে, কলেজছাত্রীকে জবাইয়ের পর ৭ টুকরা করে দু’টি ড্রামে ভরে লুকিয়ে রাখে পলাশ। বিষয়টি জানার পর, বিপ্লব থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।