সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন । ২২শে অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বের হওয়ার সময় নিজের স্যুটকেসের তালা ভাঙা দেখেন তিনি। ওই স্যুটকেসে দেশের প্রথম প্রধানমন্ত্রী ও সোহেল তাজের বাবা তাজউদ্দিন আহমেদকে নিয়ে লেখা কিছু বই ছিল। সোহেল তাজ তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন। সেখানে তালা ভাঙা স্যুটকেসের একটি ছবিও দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি লিখেন, ঢাকা বিমানবন্দরে কেউ একজন আমার সুটকেসের তালা ভেঙেছে এবং আমার অনুমতি ছাড়াই সেখানে তল্লাশি চালিয়েছে। সুটকেসে আমার বাবাকে নিয়ে লেখা কিছু বই ছিল। আমি ২২ অক্টোবর, ২০১৭ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেছি এবং ফিরেই আমার স্যুটকেসটা খোলা অবস্থায় পেলাম। আমার নাম স্পষ্টভাবে সুটকেসের নেমট্যাগে লেখা ছিল।