বর্ডার গার্ড বাংলাদেশ (বজিবি) ৮০,০০০ পিস পরিত্যক্ত ইয়াবা উদ্ধার করেছে টেকনাফে । ২৩শে অক্টোবর ভোর রাতে সাবরাং লাফারগোনার পূর্ব মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, মায়ানমার হতে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপির হাবিলদার মোঃ মাহবুবুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল মাঠের এক পাশে ওঁৎ পেতে থাকে।
এসময় চারজন ব্যক্তি ব্যাগ হাতে আসার সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ব্যাগগুলো পেলে রাতের আধাঁরে পালিয়ে যায়। টহলদল তাদের পিছু ধাওয়া করে আটক করতে না পারলেও দুইটি ব্যাগে ২ কোটি ৪০ লক্ষ টাকার ৮০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।