ভারতের দারুল উলুম দেওবন্দ বারানসীতে হিন্দু সম্প্রদায়ের দিওয়ালিতে আরতি উৎসব পালনকারী মুসলিম নারীদের অমুসলিম ঘোষণা দিয়ে ফতোয়া দিয়েছে । একদল মুসলিম নারী কয়েকদিন আগে দিওয়ালির প্রাক্কালে আরতি উৎসব পালন ও হিন্দুদের দেবতা রামের কাছে প্রার্থনা জানান। এরপর এমন ফতোয়া দেয়া হয়েছে। আয়োজকদের দাবি, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রকাশ করতে এমন আরতি ও প্রার্থনা সভার আয়োজন করেছিল মুসলিম মহিলা ফাউন্ডেশন ও বিশাল ভারত সংস্থান। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, দারুল উলুম দেওবন্দ প্রথমে মুসলিমদেরকে এমন উৎসব পালনের ছবি সামাজিক মিডিয়ায় প্রকাশ না করতে আহ্বান জানায়।

এরপরই ওইসব নারীর বিরুদ্ধে সেখান থেকে ফতোয়া দেয়া হয়েছে। বলা হয়েছে, যদি তারা অন্য সৃষ্টিকর্তার প্রার্থনা করে থাকেন তাহলে তাদেরকে আর মুসলিম উম্মত বলে বিবেচনা করা যাবে না। দেওবন্দের অনলাইন ফতোয়া বিভাগের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ আরশাদ ফারুকি বলেছেন, ইসলাম হলো এক আল্লাহর ধর্ম। এখানে এক আল্লাহর বেশি কোনো দেব-দেবীর প্রার্থনা করার কোনো সুযোগ নেই। তাই যদি কোনো মুসলিম নারী বা পুরুষ আল্লাহ ব্যতিত অন্য কোনো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তাহলে তা ইসলামে অনুমোদিত নয়। যদি কোনো নারী সুনির্দিষ্টভাবে এমন কোনো অন্যায় করে থাকেন তাহলে তাকে সবদিক থেকে অনুতপ্ত হতে হবে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031