জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ এম. নূরুল ইসলাম (অনু) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বুধবার সকাল ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই ছেলে, নাতি-নাতনি, এক ভাই ও এক বোন এবং বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রয়াত নূরুল ইসলাম অনুর নামাজে জানাজা আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর তাকে আজিমপুর নতুন কবরস্থানে দাফন করার কথা রয়েছে (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ব্যক্তিগত সচিব এ এম. নূরুল ইসলাম অনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি অনুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানভূতি জানান।
সূত্র : বাসস
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |