পুলিশ হবিগঞ্জের মাধবপুরে স্বামী-স্ত্রীসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে । এ সময় তাদের কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়। শুক্রবার দিবাগত গভীর রাতে তাদেরকে আটক করা হয়। গতকাল তাদের আদালতে প্রেরণ করা হয়।
আটকৃতরা হলো উপজেলার মাদারগড়া গ্রামের নাইম আহম্মদ খোকন (২৬), তার স্ত্রী ইমা আক্তার (২২), ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পশ্চিম বানিয়াপাড়ার ছামদ মিয়ার ছেলে মানিক মিয়া (৩৪) এবং মাধবপুর উপজেলার দেওগাঁওয়ের আলী মিয়ার ছেলে মনছুর (৩৬) মিয়া।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ৪ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে ভোররাতে অভিযান চালিয়ে ৪শ’ গ্রাম গাঁজাসহ উপজেলার আরিছপুর এলাকার মনছুর ও মানিক মিয়া নামে ২ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |