পুলিশ নিজ ঘরের সিলিংয়ে বাঁেশর সঙ্গে ওড়নায় পেঁচানো অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালের শিক্ষার্থী শিরিন আক্তার রেখার (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে । আজ বুধবার সকালে চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দলিলের বাপের বাড়ির নিজ বসত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায় পুলিশ।
তিনি ওই এলাকার ছালে আহমদের বড় মেয়ে। চমেক হাসপাতালের এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি আত্মহত্যায় করেছেন বলে ধারণা করছেন পুলিশ। তবে ঠিক কারণে আতœহত্যা করেছেন পুলিশ ও পরিবারের কেউ জানাতে পারেননি।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, মেডিকেল কলেজ হোস্টেলে থেকে লেখাপড়া করত রেখা। কিন্তু কলেজ বন্ধ থাকায় সে বাড়িতে বেড়াতে আসে। গতকাল মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ১২টায় ঘুমাতে যাওয়ার পর কোনো এক সময়ে রেখা ঘরের সিলিংয়ের বাঁশের সঙ্গে ওড়না বেঁেধ গলায় পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে।
আজ বুধবার সকাল ৯টার পরও ঘুম থেকে না উঠায় ডাকতে গেলে দরজা খুলে দেখা যায় রেখার ঝুলন্ত মরদেহ। পরে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী বলেন, নিজ ঘরে সিলিংয়ের বাঁশের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রেখার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে আত্মহত্যাই করেছেন ওই ছাত্রী। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।