৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ রনি (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রামে হানিফ পরিবহণের একটি বাস থেকে। আজ বুধবার সকাল ৬ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলার বার আউলিয়া পাকা মসজিদ নামক স্থানে তল্লাশি চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান হাইওয়ে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদে খবর পেয়ে ঢাকামূখী হানিফ পরিবহণ (ঢাকা মেট্টো ব-১৪-৯৬৭৮) বাসে তল্লাশি চালায় বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব ও এএসআই আদম আলীর নেতৃত্বে একদল পুলিশ। ওই সময় রনি নামে ওই যুবকের কাছ থেকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
হাইওয়ে থানার ওসি আহসান হাবীব জানান, গ্রেপ্তারকৃত রনি রাজশাহী জেলার দূর্গাপুর থানার ঝালুকা গ্রামের আয়নাল হকের পুত্র। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।