দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে বেশি দুর্নীতি হয় বলে মন্তব্য করেছেন । তিনি বলেন, ‘দুর্নীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। সরকারের অর্জন ম্লান করে। অথচ সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতেই বেশি দুর্নীতি হয়।’
সোমবার সকালে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজ, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মিডিয়ার সমন্বয়ে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে দুদক।
প্রধান অতিথির বক্তব্যে ড. নাসির বলেন, সরকারি অফিসগুলোতে জনসেবা প্রদানের ক্ষেত্রে নিয়মনীতি খুব সামান্যই অনুসরণ করা হয়। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশি দুর্নীতি হয় ভূমি অফিস, স্বাস্থ্যখাত এবং পল্লী বিদ্যুৎ অফিসে। তবে সব সরকারি কর্মকর্তা-কর্মচারি দুর্নীতিগ্রস্ত নয়। কিছু কিছু মানুষের দুর্নীতির কারণে এসব অফিসের বদনাম হচ্ছে।
দুদক কমিশনার বলেন, মানব উন্নয়ন সূচকে দেশ এগিয়ে যাচ্ছে। আরও এগিয়ে নিতে বিভিন্ন বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দুর্নীতি রুখতে হবে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে চাই। সরকারি অফিসগুলোতে দুর্নীতি রুখতে দুদক কমিশনার ১৪টি কৌশল তুলে ধরে সেগুলো অবলম্বন করারও পরামর্শ দেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মাহবুবুর রহমান প্রমুখ।