বলিউডের উঠতি তারকা সুশান্ত সিং রাজপুত। আমির খানের রেকর্ড গড়া ছবি ‘পিকে’ এবং ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে অভিনয় করে যিনি ব্যাপক আলোচনায় এসেছিলেন।
ইতিমধ্যে এ অভিনেতা কাজ করে ফেলেছেন বেশ কিছু ছবিতে। কিন্তু এই উঠতি তারকাই এক সময় ছিলেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার। ছবির গানে বড় বড় সুপারস্টারদের পেছনে কোমর দোলানোই ছিল যার কাজ। সম্প্রতি প্রকাশ পেয়েছে নায়কের তেমনি একটি ছবি। যেখানে বলিউডের হার্টথ্রব ঋত্বিক রোশনের ‘ধুম ২’ ছবিতে ‘ধুম মাচালে’ গানে নায়কের পেছনে ড্যান্স করছেন তিনি।
২০১০ সালে সুশান্ত সিং ড্যান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা টু’-এ মস্ত কলন্দর বয়েজ টিমে অংশগ্রহণ করেন। ২০১০ সালে ‘ঝলক দিখলা যা ফোর’-এ অংশগ্রহণ করে “মোস্ট কনসিস্টেন্ট পারফর্মার” পুরস্কার পান। টিভি সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি তিনি দৈনিক আয়ের জন্য বিপিওতে চাকরি করতেন। পরে ক্যারিয়ার গড়ার আশায় বলিউডে পাড়ি জমান সুশান্ত সিং। ২০১৩ সালে তিনি অভিষেক কাপুরের কোই পো চে! চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন।