১৩ বছর বয়সী এক কিশোর আত্মহত্যা করেছে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে মোহাম্মদ সাগর নামের রাজধানীর যাত্রাবাড়ী থানার শেখপাড়া এলাকায় ।
সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সাগরের বাবা মোহাম্মদ শাহজালাল বলেন, সাগর এলাকার বখাটে ছেলেদের সঙ্গে ঘোরাফেরা করে নেশায় আসক্ত হয়ে পড়ে। গত কয়েকদিন থেকে সে বাসায় আসেনি। সোমবার সকাল ১০টার দিকে বাসায় আসলে আমি ও তার মা সাগরকে বকাঝকা করি এবং এতদিন কোথায় ছিল তা জানতে চাই। পরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহতার চেষ্টা করে সে। বিষয়টি টের পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া একটার দিকে সাগরকে মৃত ঘোষণা করেন।
সাগরের বাবার নাম মোহাম্মদ শাহজালাল। তারা রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী শেখপাড়া এলাকায় বসবাস করেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সাগরের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।