ভ্রাম্যমাণ আদালত সাধারণ মানুষকে ধোকা দেয়া ও প্রতারণা করার জন্য ছাগলের নাড়ি ভুড়ি নিজের পেটের সাথে বেধে নাটকের অভিনয় করতে গিয়ে ফেঁসে যাওয়া সে ভন্ড বাবা নামের ছোটন শাহকে (২৫) ১বছরের কারাদণ্ড দিয়েছে ।
একই সাথে তার সহযোগী উপজেলার কদলপুর ইউনিয়নের সাইর ফকির (রঃ) বাড়ির মকবুল আহমদের পুত্র মো. ফরহাদ (২৪) কে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। অন্যদিকে ভন্ড বাবার দুই ভক্তকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরা হচ্ছেন উপজেলার বাগোয়ান ইউনিয়নের জেবল হোসেনের বাড়ীর মৃত আবদুল হাকিমের ছেলে জেবল হোসেন (৬০) ও কদলপুর ইউনিয়নের সাইর ফকির (রঃ) বাড়ির শাকিল আহমেদের পুত্র শাকিব মাহমুদ (২৫) মাহমুদ।
শুক্রবার (২২-সেপ্টেম্বর) ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও (ইউএনও) মো.শামীম হোসেন রেজা এই জরিমানা ও দণ্ড প্রদান করেন।
১বছর দণ্ড প্রাপ্ত চট্টগ্রাম রাউজানের কদলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিকদার পাড়ার মো.শফির পুত্র ছোটন শাহ (বাবা) নিজেকে অলৌকিক ভাবে হযরত আশরাফ শাহ (রঃ) এর খেলাফত পেয়ে দাবি করে আসছেন বিগত ৬ বছর থেকে। যার কারণে তার আসনে নারী পুরুষের সমাগম ছিল। সে সুযোগে তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। কিন্তু এবার সে ছাগলের নাড়ি ভুড়ি নিজের পেটের সাথে বেধে মানুষকে ধোকা দিতে গিয়ে ধরা পরে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031