পাঁচ বাংলাদেশি নারীকে দেশে পাঠানো হয়েছে ভারতে তিন বছর কারাভোগের পর । বেনাপোল চেকপোস্ট দিয়ে শুক্রবার রাতে পুলিশ ইমিগ্রেশনের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
ফেরত আসা যুবতীদের অধিকাংশের বাড়ি পিরোজপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরীফ জানান, সাড়ে তিন বছর আগে এসব যুবতীদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে একটি দালাল চক্র যশোরের বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার করে। পরে দালালরা বেঙ্গালুরু শহরে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের তিন বছর কারাবাসের নির্দেশ দেয়। সেখান থেকে সংলাপ নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর যুবতীদের নাম ঠিকানা জোগাড় করে যাচাই-বাচাই করা হয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে তাদের বাংলাদেশ ফেরত পাঠানো হয়।
মানবাধিকার সংগঠন রাইটস যশোর’র কর্মকর্তা বজলুর রহমানের কাছে পাঁচ যুবতীকে হস্থান্তর করা হয়েছে। সেখান থেকে আজই তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান ইমিগ্রেশন কর্মকর্তা ওমর শরীফ।