ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এইমস ল্যাবের আয়োজনে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত প্রথম আইবিআরও-এপিআরসি বাংলাদেশ এসোসিয়েটেড স্কুল অব ট্রান্সলেশনাল নিউরো সায়েন্স এন্ড রিচার্স এন্ড ব্রেইন সিম্পোজিয়ামে বিশেষজ্ঞরা এ কথা বলেন। পাঁচ দিনব্যাপী এই কর্মশালায় থাকছে ১৪টি লেকচার, দুইটি লাইভ ডেমো, তিনটি ডিসকাশন ও আরেকটি মিনি কনফারেন্স। এই কর্মশালা বাংলাদেশ ও এশিয়ার নিউরো সায়েন্স বা স্নায়ু বিজ্ঞান সংক্রান্ত রোগের নিরাময় বা গবেষণায় যুক্ত সবার জন্য এক অনন্য মেলা। এ অনুষ্ঠানে ৭টি দেশের ৮৯ জন আবেদনকারীর মধ্যে নির্বাচিত ২৫ জন প্রবন্ধ উপস্থাপন করবেন। নিউরো সার্জন পেশায় নতুনদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জন’স এর সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, আগে আমরা মাত্র ৪ জন নিউরো সার্জন ছিলাম। এখন ১৩৮ জন আছি। দিন দিন রোগ বাড়ছে তাই নতুনদের এগিয়ে আসতে হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্স বিভাগের অধ্যাপক টিপু আজিজ বলেন, পৃথিবীতে পার্কিংসন রোগী আছে এবং দিন দিন তা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে পৃথিবীতে এমন রোগীর সংখ্যা প্রায় তিন লাখ। অপারেশনের পর এই রোগীরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. এম রিজওয়ান খান, প্রো-ভিসি ড. চৌধুরী মোফিজুর রহমান, এইমস ল্যাবের পরিচালক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031