স্যুটকেস ভর্তি এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ ময়মনসিংহ-ফুলবাড়ীয়া সড়কের তেলীগ্রাম কান্দাপাড়া এলাকা থেকে । আজ শনিবার সকাল ৮টার দিকে স্থানীয়রা স্যুটকেস ভর্তি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাতনামার বয়স আনুমানিক ৩৭ বছর। দু’একদিন আগে তাকে মেরে ফেলায় লাশ ফুলে গেছে। চোখ, মুখ, হাত ও পা কাপড় দিয়ে বাঁধা ছিল। লাশ ফুলে যাওয়ায় স্যুটকেসটি ফেটে যাচ্ছিল। খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি সিআইডি প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্য উপস্থিত হয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছেন। দু’একদিন আগে তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। থানা অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, ঢাকা-ত্রিশাল মহাসড়ক সিসিটিভি ক্যামেরার আওতায়ভুক্ত হওয়ায় পেশাদার খুনিরা এ রাস্তাটি নিরাপদ মনে করছে। তবে আমরা লাশের সন্ধান নিয়ে রহস্য উদঘাটনের চেষ্টা করছি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |