ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন রাজশাহীতে। শুক্রবার সকাল নয়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া এলাকার রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, সকাল আটটার দিকে স্থানীয়রা রেললাইনে একটি লাশ দেখে আমাদের খবর দেয়। পরে আমরা গিয়ে লাশটি উদ্ধার করেছি। তবে স্থানীয়দের কেউ লাশের পরিচয় নিশ্চিত করতে পারেননি।
ওসি আরও জানান, নিহতের মাথায় মারাত্মক জখমের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় পেলে পরিবারের কাছে তা হস্তান্তর করা হবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান ওসি আকবর হোসেন।