ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুবন্নাপংসে আবর্জনা থেকে দৈনিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাঝারি প্রকল্প চট্টগ্রামে স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের বাসভবনে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান।
সাক্ষাতে তারা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বিনিয়োগ এবং ব্যবসা-বাণিজ্য প্রসারের বিষয়ে আলোচনা করেন। এ সময় মেয়র পাহাড়ের ক্ষয়রোধে পাহাড়ের ওপর বিশেষ ধরনের গাছের আচ্ছাদন দেওয়ার লক্ষ্যে থাইল্যান্ডের সহযোগিতা কামনা করেন।
মেয়র আশা করেন থাইল্যান্ডের মতো বাংলাদেশের বন্ধুপ্রতিম সব রাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে।