রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানে জাতিসংঘে ৫ দফা প্রস্তাব তুলে ধরেছেন। বাংলাদেশ সময় শুক্রবার সকালে জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে রোহিঙ্গাদের নিয়ে চলমান সঙ্কট নিরসনে প্রধানমন্ত্রী তার প্রস্তাব তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব:
১) রাখাইনে মায়ানমারকে অনতিবিলম্বে এবং চিরতরে সহিংসতা ও ‘জাতিগত নিধন’নিঃশর্তে বন্ধ করতে হবে।
২) জাতিসংঘের মহাসচিবের উচিৎ অনতিবিলম্বে মায়ানমারে একটি অনুসন্ধানী দল পাঠানো।
৩) জাতি-ধর্ম নির্বিশেষে মায়ানমারে সকল সাধারণ নাগরিকের নিরাপত্তা থাকতে হবে। এ লক্ষ্যে মায়ানমারের অভ্যন্তরে জাতিসংঘের তত্ত্বাবধানে সুরক্ষা বলয় গড়ে তোলা যেতে পারে।
৪) রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বিতাড়িত সকল রোহিঙ্গাকে মায়ানমারে তাদের নিজ ঘরবাড়িতে প্রত্যাবর্তন ও পুনর্বাসন নিশ্চিত করা।
৫) কফি আনান কমিশনের সুপারিশমালার নিঃশর্ত, পূর্ণ এবং দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, এবার দিয়ে চতুর্দশ বারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছেন তিনি। তবে এবার তিনি এখানে এসেছেন দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে।
এরপর কয়েকদিন আগে কক্সবাজারে আশ্রয় রোহিঙ্গাদের দেখে আসার কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বর্তমানে মায়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত ৮ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা যুদ্ধ চাই না। মানবধ্বংস নয়, মানব কল্যাণ চাই