রাম রহিমের সঙ্গে তাকে জড়িয়ে আপত্তিকর সব কথাবার্তা প্রকাশ পেয়েছে। ভারতের বহুল আলোচিত স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম সিংয়ের পালিত কন্যা হানিপ্রীত ইনসান আসলে কোথায় এখন! তার ‘বাবা’ রাম রহিম দুই নারী ধর্ষণ মামলায় জেলে যাওয়ার পর তিনি লাপাত্তা। ধর্মগুরুর ডেরার মালিকানা তিনিই পেতে যাচ্ছেন এমনও রিপোর্ট প্রকাশ পেয়েছিল। রাম রহিম জেলে যাওয়ার পর নিকটজনদের সঙ্গে প্রথম যাদের সাক্ষাত চেয়েছিলেন তার মধ্যে নাম ছিল হানিপ্রীতের। কিন্তু রাম রহিমের নিজের স্ত্রীর নামটি ছিল না সেই তালিকায়। ফলে তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় চলতে থাকে। এরই মধ্যে হানিপ্রীত কোথায় সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। অনেক রিপোর্টে বলা হয়েছে, তিনি নেপালে আছেন। কিন্তু নেপালের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন শুক্রবার পরিস্কার জানিয়ে দিয়েছে ধর্মগুরু রাম রহিমের কথিত পালিত কন্যা হানিপ্রীত নেপালে নেই। নেপাল পুলিশের সিবিআই পরিচালক পুষ্পকর কারকি বলেছেন, এখন পর্যন্ত আমরা যেসব তথ্য হাতে পেয়েছি তা যাচাই বাছাই করে দেখা গেছে হানিপ্রীত নেপালে নেই। এর বাইরে আমাদের হাতে আর কোনো তথ্য নেই। কেউ কেউ বলেছেন, তাকে নেপালের পশ্চিমাঞ্চলে বিরাটনগরে দেখা গেছে। আবার কেউ বলেছেন, তাকে দেখা গেছে রাজধানী কাঠমান্ডুতে। আমরা এসব তথ্য নেপাল পুলিশকে জানিয়েছি। তদন্ত শেষে দেখা গেছে ওইসব তথ্য ভুল। তবে ভবিষ্যতে কোনো অকাট্য তথ্য পেলে আমরা অভিযান অব্যাহত রাখবো। ১৮ই সেপ্টেম্বর ভারতের হরিয়ানা পুলিশ ৪৩ জনের একটি ওয়ান্টেড লিস্ট প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে হানিপ্রীতের নাম। এ খবর দিয়েছে ভারতের অনলাইন জি নিউজ। এতে আরও বলা হয়েছে, ২৫ আগস্ট ভারতের স্পেশাল সিবিআই কোর্ট স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম সিংকে দু’নারী ধর্ষণে অভিযুক্ত করে জেল দেয়। এরপর থেকেই নিখোঁজ হানিপ্রীত।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031