দুর্নীতি দমন কমিশন দুদক দুর্নীতির মামলায় চট্টগ্রাম কাস্টমসের দুই রাজস্ব কর্মকর্তাকে গ্রেফতার করেছে।
বুধবার বিকেল ৩টার দিকে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সহকারি রাজস্ব কর্মকর্তা আবদুস ছিদ্দিক ও মোহাম্মদ মহসিন।
বিষয়টি নিশ্চিত করে দুদকের ডেপুটি ডাইরেক্টর লুৎফল কবির জানান, চলতি বছর একটি ফুড গ্লিসারিনের নিলামের টাকা সরকারি কোষাগারে জমা না দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে গত মাসের ৩০ তারিখে হালিশহর থানায় একটি মামলা দায়ের করা হয়। এঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে।