মাদকাসক্তরা পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদকসেবনে বাধা দেয়ায় পৌর শহরের বহেরাতলা এলাকায় মঙ্গলবার গভীর রাতে মা-মেয়েকে কুপিয়ে গুরুতর জখম করেছে । আহত মা ময়না বেগম ও গর্ভবতী মেয়ে নুপুর আক্তারকে স্থানীয়রা রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক বুধবার সকালে তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
আহত ময়না ও নুপুর উপজেলার বহেরাতলা এলাকার ভ্যান চালক শহিদুল ইসলামের স্ত্রী এবং মেয়ে।
আহত ময়না আক্তার জানান, স্থানীয় মনা কির্তনীয়ার ছেলে মিঠু কির্তনীয়া, লিটন চন্দ্র হালদারের ছেলে সাগর ও তাদের সহযোগী ৪/৫ জন দীর্ঘদিন ধরে আমার বাড়ির পাশের বাগানে বসে মাদকসেবন করে আসছিল। ওই মাদকসেবনে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাতে ঘরের দরজা ভেঙে ধারালো অস্ত্র দিয়ে আমাদের কুপিয়ে জখম করে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।