পুলিশ কুষ্টিয়ায় মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত অভিযোগে জেলা পরিষদ সদস্য ও যুবলীগ নেতা মামুনুর রশিদ মামুন (৩৫)কে গ্রেপ্তার করেছে । বুধবার রাত আড়াই টায় সদর উপজেলার ভাদালিয়া বাজারস্থ নিজ অফিস থেকে একটি বিদেশী রিভালবর ম্যাগজিনসহ গুলি ও ১০০টি ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মামুন উপজেলার আলামপুর ইউনিয়নের হলবিল গ্রামের আলী হোসেনের ছেলে এবং কুষ্টিয়া জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য বলে নিশ্চিত করেছেন নির্বাহী কর্মকর্তা আবুল বায়েছ মিয়া।
কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম জানান, মামুন প্রকৃতপক্ষে যুবলীগের সাংগঠনিক কোন পদে নাই। সদস্য হিসেবে আছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরেই মামুনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক কেনাবেচার অভিযোগ আসছিলো। গতরাতে সে অস্ত্র কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে ভাদালিয়া বাজারে তার অফিসে অভিযান চালালে সেখান থেকে ম্যাগজিসহ গুলি, একটি বিদেশী রিভরবার ও ১০০টি ইয়াবাসহ আটক করে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |