নগরীর কোতোয়ালী থানার চাক্তাই চালের আড়তে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নগর পুলিশ, ক্যাব প্রতিনিধি, ব্যবসায়ী নেতারাও অংশ নিয়েছেন।
চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে এই অভিযান চালানো হচ্ছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলীর নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী বলেন, ‘আমরা চাক্তাইয়ের চালের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। এখনও অভিযান শেষ হয়নি। শেষ হলে বিস্তারিত বলা যাবে।’