সানজারিকে মাস চারেক আগে জনপ্রিয় পপ গায়িকা মিলা বিয়ে করেন দীর্ঘদিনের প্রেমিক । এরই মধ্যে পাওয়া গেলো তার ডিভোর্সের খবর। রবিবার বৈমানিক পারভেজ সানজারি ও মিলার মধ্যে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়েছে বলে জানা যায়। তবে বিষয়টি অস্বীকার করেছেন মিলা। বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এ শিল্পী। টানা ১০ বছর প্রেমের পর এ বছরের ১২ই মে আনুষ্ঠানিকভাবেই বিয়ে হয় তাদের। কিন্তু চার মাস পেরোতেই শোনা গেল বিচ্ছেদের গুঞ্জন। ডিভোর্সের কারণ হিসেবে জানা গেছে, বিয়ের পরপরই মনোমালিন্য শুরু হয় দুজনের মধ্যে। আর তার জেরেই মিলা সিদ্ধান্ত নেন ডিভোর্সের। কিন্তু এসব কথাকে গুজব বলে উড়িয়ে দিলেন মিলা। এ বিষয়ে তিনি বলেন, এখন কিছু বলতে পারছি না আমি। ডিভোর্স হয়ে গেছে কি না এমন প্রশ্নের জবাবে মিলা বলেন, আমি নিজেই এ বিষয়ে কনফার্ম না। কোথায় পেয়েছে এমন সংবাদ? আমার কোনো ডিভোর্স হয়নি। আমি জানি না এরা কোথায় এই সব নিউজ পেল। ডিভোর্স কি বললেই হয়ে গেল? এমন কিছু হলেতো আমি নিজেই জানাবো। উল্লেখ্য, সোমবার সন্ধ্যার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিলার ডিভোর্সের গুজব ছড়াতে থাকে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031