পার্বত্য জেলা পরিষদে চলমান প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তা বাতিলের দাবিতে অবরোধ পালন করছে ‘জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি। খাগড়াছড়িতে মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) সকাল থেকে অবরোধ পালিত হচ্ছে। ’ একই দাবিতে সোমবারও (১৮ সেপ্টম্বর) সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে এ সংগঠনটি।
ভোর রাতের মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা নাইটকোচগুলোকে খাগড়াছড়ি শহরে ঢুকেছে। তবে সকাল থেকে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনও যানবাহন ছেড়ে যায়নি। অবরোধের সমর্থনে শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করতে দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
খাগড়াছড়ি সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও সদর উপজেলার চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা জানান, ‘গত রবিবার (১৭ সেপ্টম্বর)তাদের খাগড়াছড়ি জেলা পরিষদ ঘেরাও কর্মসূচি ছিল। কিন্তু সরকারি সম্পদ বিনষ্টের আশঙ্কায় খাগড়াছড়ি শহরে ওই দিন ১৪৪ ধারা জারি করে প্রশাসন। খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম ও পানছড়ি উপজেলার চেয়ারম্যান সর্বোত্তম চাকমাসহ তার নেতৃত্বে একটি মিছিল জেলা পরিষদের দিকে যেতে চাইলে উপজেলা মাঠের কাছে আটকে দেয় পুলিশ। পরে সেখানেই তারা হরতাল কর্মসূচি ঘোষণা করে। সকাল সন্ধ্যা হরতালের পরও নিয়োগ পরীক্ষার কার্যক্রম বন্ধ না করায় অবরোধ ঘোষণা করা হয়েছে। আজ (মঙ্গলবার)যদি নিয়োগ পরীক্ষার কার্যক্রম বন্ধ করা না হয়, তাহলের অবরোধের পরিধি আরও বাড়তে পারে বলে তিনি হুশিয়ারি দিয়েছেন।
অবরোধের সমর্থনে শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করা হচ্ছে
উল্লেখ্য, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর শীর্ষ পর্যায়ের নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, পানছড়ি উপজেলার চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও খাগড়াছড়ি পৌরসভার স্বতন্ত্র মেয়র রফিকুল আলম গত ১৬ সেপ্টেম্বর এই সংগঠনের নাম ঘোষণা করেন ।
এদিকে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক জন জয়েন সেক্রেটারিসহ সরকারের আইন অনুযায়ী গঠিত কমিটি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৩৫৮টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য লিখিত পরীক্ষার পর মৌখিক পরিক্ষা নিচ্ছেন। গতকালও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ এবং কালও অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবেই হচ্ছে এবং যথা সময়ে শেষ হবে। কোনও জনপ্রতিনিধির প্রার্থীরা পাশ না করলেও তাদের নিয়োগ দিতে হবে এমন বায়না রাখার জন্য প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেননি। এই নিয়োগ বন্ধের চেষ্টার মাধ্যমে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতারা তাদের শপথ ভঙ্গ করছেন। এসময় তিনি খাগড়াছড়ি পৌরসভা মেয়র মো.রফিকুল আলমের সমালোচনা করেন।