তিনজন নিহত হয়েছেন জেলার লোহাগাড়া উপজেলার চুনতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে।
সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত দুইজন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- শরিফুল ইসলাম (২৫) ও মামুনুর রশিদ (২৭)।
দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখি একটি মালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপ ভ্যানের দুই আরোহী ঘটনাস্থলে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর অপর একজনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। দুর্ঘটনার পর হানিফ পরিবহনের বাসটি আটক করেছে পুলিশ।