বলিউডের উদীয়মান তারকা আয়ুষ্মান খুরানা। তিনি বলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ করে বা ট্যাগ দিয়ে বেশিদিন টিকে থাকা যায় না বলে মন্তব্য করেছেন , সব ইন্ডাস্ট্রিতেই স্বজনপোষণ রয়েছে। তবে তারকাদের স্বজনেরা তাদের ট্যালেন্টের জন্যই সমাদৃত হন। সম্প্রতি নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে’কে দেয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন অভিনেতা।
অভনয় জীবনের অভিজ্ঞতা শেয়ার করে আয়ুষ্মান বলেন, ‘আমি খুব ভাগ্যবান যে, আমি স্টার কিড নই। আমি এখনও যখন স্ক্রিপ্ট শুনি তখন নিজেকে এক জন আম আদমি মনে করি। লম্বা লাইনে দাঁড়িয়ে ব্ল্যাকে টিকিট কেটে সিনেমা দেখার মজা স্টার কিডরা কোনোদিনও বুঝতে পারবে না।’
ইন্ডাস্ট্রির ‘আউটসাইডার’ হওয়ার ইতিবাচক দিকের কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘দেশের সাধারণ নাগরিক হয়ে যে স্বাধীনতা উপভোগ করা যায়, রূপালি পর্দার তারকাদের জীবনে সেই স্বাধীনতা অনেকটাই কম। তারকারা চাইলে যা খুশি তাই করতে পারে না, যেখানে খুশি সেখানে যেতে পারেন না। প্রতিটা কদমই তাদের বুঝেশুনে হিসাব করে ফেলতে হয়।’
অভিনয়ে আসার অনেক আগে থেকেই গায়ক হিসেবে পরিচিতি পেয়েছেন আয়ুষ্মান। ‘ভিকি ডোনার’ ছবি দিয়ে বলিউডে তার যাত্রা শুরু। পরিচালক সুজিত সরকারের ছবিতে এক জন স্পার্ম ডোনারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। রীতিমতো ‘কিক স্টার্ট’ ছিল আয়ুষ্মাম খুরানার। ভাল করে ভেবে দেখলে, পরের সব ছবি হিট না পেলেও, পিছনে ফিরে তাকাতে হয়নি আয়ুষ্মানকে।