খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সিন্ধুকছড়ি ইউনিয়নে নিহত রবিউলের হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে আগামী সোমবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি।
নিহত রবিউলকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের গুইমারা উপজেলার নিবেদিত একজন একনিষ্ঠ কর্মী দাবি করে এক বিবৃতিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা এবং পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আলকাছ আল মামুন ভূইঁয়া, পার্বত্য নাগরিক পরিষদের মহাসচিব অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আব্দুল মজিদ এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী সাহাদাৎ ফরাজি সাকিব এই কর্মসূচী ঘোষণা করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ হত্যাকারীকে দ্রুত গ্রেফতারপূর্বক কঠিন শাস্তি দাবি করেছেন। এই দাবীতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ আগামী ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের দফতর সম্পাদক মো: ওমর ফারুক সুজন কর্তৃক প্রেরিত এক ই-মেইল বার্তায় নেতৃবৃন্দ এ কর্মসূচী ঘোষণা দেন।