সালমান খান অভিনীত অন্যতম জনপ্রিয় সিনেমা কিক। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ব্যবসায়ীকভাবেও বেশ সফল। এতে সালমানের সঙ্গে জ্যাকলিন ফার্নান্দেজের রোমান্সও দর্শকের কাছে প্রশংসিত হয়
জনপ্রিয় এ সিনেমাটির সিক্যুয়েল কিক–টু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ইতোমধ্যে চিত্রনাট্য লেখার কাজও শুরু হয়েছে। আগামী বছর শুরু হবে সিনেমাটির শুটিং। মুক্তি পাবে ২০১৯ সালে। তবে কিক–টু সিনেমায় জ্যাকলিন নয় সালমানের সঙ্গে রোমান্স করবেন দীপিকা পাড়ুকোন। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘আগামী বছর শুরু হতে যাওয়া কিক–টু সিনেমার জন্য দীপিকা পাড়ুকোনকে বিবেচনা করা হচ্ছে। যেহেতু সালমান ও জ্যাকলিন রেস–থ্রি সিনেমায় অভিনয় করছেন, তাই নির্মাতারা দর্শকদের একটি নতুন জুটি দিতে চাইছেন। যদিও শেষ সিদ্ধান্তটা সালমান ও সাজিদ নাদিয়াদওয়ালা (প্রযোজক) নেবেন।’
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |