কষ্ট পাওয়ার মতোই ব্যাপারই বটে কষ্ট পেয়েছেন সুজানা! । মডেল, অভিনেত্রীর বাইরে তিনি একজন নারী। আর যাই হোক, বিয়ে তো একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর এনিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে অপ্রস্তুত হয়েছেন অভিনয় জগতের সুপরিচিত এই মুখ।
বৃহস্পতিবার একটি অনলাইন গণমাধ্যমে ‘বিয়ে করছেন সুজানা’ শিরোনামে সংবাদ ছাপা হয়। যেখানে বলা হয়, ‘সুজানার ভাবনার বদল হয়েছে। তিনি আবার বিয়ের কথা ভাবছেন।’ সংবাদটিতে বলা হয়, ‘তবে এবার আর নিজের পছন্দে নয়, পরিবারের পছন্দের পাত্রকে জীবনসঙ্গী হিসেবে চাইছেন।’
এই সংবাদ প্রকাশের পর আজ বিকেল পৌনে পাঁচটার দিকে নিজের ফেসবুকের দেয়ালে একটি স্ট্যাটাস দেন সুজানা জাফর। বলেন, ‘যেখানে আমি বিয়ে করছিনা এখন এন (অ্যান্ড) আমি কাজ, ফ্যামিলি নিয়ে বিজি দেন হঠাৎ নিউজ কেন করছেন বুঝলাম না???? সবাই নরমালি আমাদের আর্টিস্টদের বিয়ে নিয়ে কোশ্চেন করে যে নরমাল অ্যানসারে আমি দিয়েছিলাম যে আল্লাহ হুকুম হলেই বিয়ে করব এন (অ্যান্ড) সব মেয়েরাই সংসার করতে চাই…আমিতো অনেক শুটিং এন (অ্যান্ড) সোস্যাল ওয়ার্ক করি এতদিন সেটা নিয়ে তো নিউজ করেননি যারা বিয়ের নিউজ করলেন…আমি অনেক কষ্ট পেলাম আপনাদের এসব কাজে…’
২০১৪ সালের আগস্টে ঘরোয়া পরিবেশে বিয়ে করেছিলেন হৃদয়-সুজানা। চার বছরের চেনাজানা ছিল দুজনের মধ্যে। কিন্তু বিয়ের তিন মাসের মধ্যে দুজনের মনের দূরত্ব সৃষ্টি হয়। এই দূরত্ব আর ঘোচেনি। আট মাসের মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি। আড়াই বছর পর গত ১০ সেপ্টেম্বর মালয়েশিয়া প্রবাসী হুমায়রাকে বিয়ে করেন সংগীত শিল্পী হৃদয় খান। এরপরই হৃদয়-সুজনার পুরোনো সম্পর্কের কাসুন্দি ঝাঁজ ছড়ায়।