নির্বাচন কমিশন আদালত অবমাননার মামলায় পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে । ওই মামলায় তিনি বৃহস্পতিবার আদালতে উপস্থিত না হওয়ায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পাশাপাশি ইমরান খানের বিরুদ্ধে জামিনের সিউরিটি বন্ড হিসেবে এ লাখ রুপির বন্ড জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন। ইমরান খানের বিরুদ্ধে মামলা করেছিলেন তার দলের প্রতিষ্ঠাতা সদস্য ও ভিন্ন মতাবলম্বী আকবার এস বাবার। এ মামলায় বৃহস্পতিবার আদালতের শুনানিতে উপস্থিত হওয়ার কথা ছিল ইমরান খানের। কিন্তু তিনি উপস্থিত না হওয়ায় আদালত ওই রায় দেয়। একই সঙ্গে আগামী ২৫ শে সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির নতুন তারিখ ধার্য্য করে আদালত। তাতে ইমরান খানকে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন। বৃহস্পতিবারের শুনানিতে ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান আদালতে জানান, ইমরান খান বিদেশে ছিলেন। মাত্র এক ঘন্টা আগে তিনি দেশে ফিরেছেন। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধা রয়েছে ইমরান খানের। যখনই নির্বাচন কমিশন তাকে ডাকবে তখনই তিনি উপস্থিত হবেন। এ সময় বাদির আইনজীবী যুক্তি তুলে ধরে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতি যদি শ্রদ্ধাই থাকতো তাহলে বৃহস্পতিবারের শুনানিতে তিনি উপস্থিত থাকতেন। গত মাসে ইমরান খানের বিরুদ্ধে নির্বাচন কমিশন দ্বিতীয় শোকজন নোটিশ দেয়, আগের নোটিশের জবাব না দেয়ায়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |