জ্যোতিকা জ্যোতি জনপ্রিয় অভিনেত্রী । গত কয়েক বছরে ধারাবাহিকভাবে খন্ড ও ধারাবাহিক নাটকে অভিনয় করে নিজেকে একজন সুঅভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। প্রতিটি চরিত্রেই নিজেকে আলাদা আলাদাভাবে তুলে ধরতে পছন্দ করেন জ্যোতি। এদিকে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী। বেশিরভাগই অফট্র্যাকের ছবিতে অভিনয় করেছেন জ্যোতি। আর এসব চরিত্রে কাজ করে দর্শকদের ভালোবাসাও কম পাননি। সর্বশেষ ‘অনিল বাগচির একদিন’ ছবিতে নিজেকে আরও একবার অভিনেত্রী হিসেবে প্রমাণ করেন তিনি। তবে গত কয়েক মাস ধরেই ছোট পর্দায় তেমন একটা দেখা যাচ্ছে না জ্যোতিকে। গতানুগতিক কাজ করতে করতে অনেকটাই বিরক্ত তিনি। আর এ কারণেই অনেক প্রস্তাব থাকা সত্বেও সবই ফিরিয়ে দিয়েছেন বিনয়ের সঙ্গে। ভালো গল্প, চরিত্র না হলে সেখানে অভিনয় করবেন না বলে সিদ্ধান্ত নেন। তারই ধারবাহিকতায় মাস দুই এক আগেই নতুন খবর দিয়েছেন জ্যোতি। কলকাতার একটি ছবিতে কাজ শুরু করছেন তিনি। এতদিন সেই প্রস্তুতি নিয়েছেন। কয়েক দফা কলকাতায় গিয়েছেন। বর্তমানে তিনি রয়েছেন ঢাকাতে। এদিকে গেলো সোমবার ছিলো জ্যোতিকা জ্যোতির জন্মদিন। সেটি কিভাবে উদযাপন করলেন? জ্যোতি বলেন, বেশ ভালোভাবে উদযাপন করেছি। কারণ সারাদিন ভক্ত, দর্শক, শুভানুধ্যায়ি ও বন্ধুরা শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুক ও মেসেজের মাধ্যমে। কিছু সারপ্রাইজও ছিলো। তবে আমার পক্ষ থেকে বড় কোন আয়োজন ছিলো না। আমি শুধু সবার দোয়া ও ভালোবাসা চাই। বর্তমান ব্যস্ততা কি নিয়ে? জ্যোতিকা জ্যোতি বলেন, আমি এই মুহূর্তে খুব বেশি ব্যস্ত নই। কারণ আমি অপেক্ষা করছি। ভালো কাজের জন্য অপেক্ষা করতে ভালো লাগে। সামনে কলকাতার ‘রাজলক্ষী ও শ্রীকান্ত’ ছবিতে কাজ করবো। এটি পরিচালনা করছেন প্রদীপ্ত ভট্রাচার্য। এরই মধ্যে এর প্রস্তুতি নিয়েছি। ছবিতে অভিনয়ের জন্য অক্টোবরেই কলকাতায় যাবো আবার। ছবিটি কেমন হবে বলে মনে হচ্ছে? জ্যোতিকা জ্যোতি বলেন, ঐ যে বললাম ভালো কিছুর জন্য অপেক্ষা করেছি। তার ফলস্বরুপ এ ছবিতে কাজ করছি। এখানে আমি রাজলক্ষী চরিত্রে অভিনয় করবো। এটা একটা চ্যালেঞ্জ নিচ্ছি আমি। কারণ চরিত্রটি খুব চ্যালেঞ্জিং। আর প্রদীপ্ত ভট্রাচার্য্য অত্যন্ত গুণী একজন পরিচালক। তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তাছাড়া ছবিটির আয়োজনও বিশাল। আমি ছবিটি নিয়ে দারুণভাবে আশাবাদী। অনেক ভালো কিছু অপেক্ষা করছে দর্শকদের জন্য। ছোট পর্দায়ও তো অভিনয় করলেন অনেক দিন পর? জ্যোতি বলেন, ছোট পর্দায় আমি কাজ করছি না বললেই চলে। তবে মাতিয়া বানু শুকুর দুটি নাটকে কাজ করলাম সম্প্রতি। এগুলোর গল্প ও তাতে আমার চরিত্র দারুণ লেগেছে। সামনে কি ছোট পর্দায় পাওয়া যাবে? জ্যোতি বলেন, আমি গতানুগতিক কাজ আর করবো না। এটা পাকাপাকি সিদ্ধান্ত। সুতরাং খুব বেশি কাজও করতে চাই না। এতে আমার আর্থিক ক্ষতি হলেও মানটা ধরে রাখতে চাই। যদি অনেক ভালো কোন প্রস্তাব থাকে তবেই ছোট পর্দায় কেবল অভিনয় করবো। না হলে নয়। বিজ্ঞাপনে কি পাওয়া যাবে? জ্যোতি বলেন, এখানেই ঐ একই কথা। ভালো মানের কাজ হলে করবো। আপনিতো এতদিন অফট্র্যাকের ছবিতে কাজ করেছেন। দেশীয় বানিজ্যিক ছবিতে কাজ করার ইচ্ছে আছে? জ্যোতি বলেন, আমার কাছে ছবি মানে ছবিই। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ থাকলে বানিজ্যিক ছবিতেও কাজ করবো। কারণ বানিজ্যিক ছবিতে আমার কোনো এলার্জি নেই। তবে ছবির গল্প ও চরিত্রটা মনের মতো হতে হবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |