নগদ টাকা ও ইয়াবাসহ দালাল-ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী সেন্টমার্টিনদ্বীপ থেকে বলে খবর পাওয়া গেছে। আটককৃতরা হলেন সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্বপাড়ার বাসিন্দা মোঃ নূরুল হকের পুত্র সালাউদ্দিন (৩০) এবং মোঃ আলীর পুত্র কবির মাঝি (২৮)। তাঁদের কাছ থেকে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৬০ হাজার টাকা মুল্যের ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী চট্রগ্রাম পূর্ব জোনের গণসংযোগ কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন শেখ ফখরউদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করে ১১ সেপ্টেম্বর জানান “১০ সেপ্টম্বর বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশন সেন্টমার্টিন্স কর্তৃক সেন্টমার্টিন্স এর পূর্ব পাড়া ৬নং ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন দেশীয় দালাল ও ইয়াবা ব্যাবসায়ীকে আটক করে। আটককৃত দুই দালাল ও ইয়াবা ব্যবসায়ী হচ্ছেন সালাউদ্দিন (৩০) এবং কবির মাঝি (২৮)। আটককৃত আসামী টাকা, এবং ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।