প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের আরাকান থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে যাচ্ছেন । আগামী মঙ্গলবার উখিয়ার কুতুবপালংয়ে গিয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৪ অগাস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিতাড়িত করতে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এর ফলে প্রাণ বাঁচাতে বাংলাদেশ সীমান্তে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামে। জাতিসংঘের মতে, এরই মধ্যে প্রায় ২ লাখ ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে আশ্রয় নিয়েছে।
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিপীড়ন চলে আসছে কয়েক দশক ধরে। বিভিন্ন সময়ে সহিংসতার মুখে সেখান থেকে পালিয়ে এসে পাঁচ লাখের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। তাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে বার বার আহ্বান জানানো হলেও মিয়ানমার তাতে সাড়া দেয়নি। রোহিঙ্গাদের এই স্রোত ঠেকাতে মিয়ানমারে জাতিসংঘের মতো কোনো একটি আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে একাধিক নিরাপদ এলাকা (সেইফ জোন) গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) মাধ্যমে সম্প্রতি মিয়ানমার সরকারকে এ প্রস্তাব দেয়া হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর। এর আগে গত ৭ই সেপ্টেম্বর তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান রোহিঙ্গাদের দুর্দশা দেখতে বাংলাদেশে আসেন। তিনি তাদের ত্রান সহায়তা দেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |