তিন রোহিঙ্গা নিহত হয়েছেন সীমান্তে পুঁতে রাখা মিয়ানমারের মাইন বিস্ফোরণে। অপর একজন গুরুত্বর আহত হয়ে বাংলাদেশে ঢুকেছেন। গত মধ্য রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নারায়ণচঙ্গ এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নারায়ণচঙ্গ এলাকাটি বাংলাদেশের ঘুমধুম সীমান্তের বাইশফাঁড়ি এলাকার উল্টো দিকে অবস্থিত। ঘুমধুম সীমান্তের দেখভালের দায়িত্বপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। সিও জানান, মিয়ানমারের রাখাইন অঞ্চলের অভ্যন্তরে নারায়ণচঙ্গ এলাকায় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা মাইন গত রাতে বিস্ফোরিত হয়েছে। সেখানে চারজন রোহিঙ্গা ছিল বলে তথ্য পেয়েছি। তার মধ্যে তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। একজন আহত অবস্থায় বাংলাদেশে ঢুকেছেন। এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, ঘুমধুম সীমান্তের নো ম্যানস ল্যান্ডে আশ্রয় নেয়া ৮/১০ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে বাধ্য করতে প্রায় তাদের ওপর গুলিবর্ষণ করছে বর্মী বাহিনী। তারা সীমান্তের একেবারে জিরো লাইনে এসে অস্ত্র উচিয়ে দলবদ্ধভাবে টহল দিচ্ছে। রোহিঙ্গাদের ভয়ভীতি দেখাচ্ছে। নো ম্যানস ল্যান্ডে থাকা রোহিঙ্গারা যাতে ফেরত যেতে না পারে সেজন্য গোটা সীমান্ত জুড়ে মাইন পুঁতে রেখেছে মিয়ানমার।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |