বাস উল্টে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলায় । শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি আমিরাবাদে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃষ্টির কারণে সড়ক কিছুটা পিচ্ছিল থাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এছাড়া ঢাকাগামী একুশে পরিবহনের যাত্রীবাহী বাসটির গতি অনেক বেশি ছিল। হঠাৎ সড়কেই বাসটি উল্টে যায়। এসময় অনেকেই বাসের ভেতর আটকা পড়েন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সড়কে উল্টে পড়া ওই গাড়ির ভেতর আটকেপড়াদের উদ্ধার করে দাউদকান্দির গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।