বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছে রংপুর নগরীর হাজিরহাট মুচির মোড় এলাকায়। প্রায় দেড়ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার দুপুর পৌনে বারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম জানান, রংপুর থেকে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িগামী একটি লোকাল বাস বেতগাড়ি যাচ্ছিল। এ সময় নীলফামারীর ডোমার থেকে দুই মোটরসাইকেল আরোহী রংপুরে আসার পথে বাসটি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
এরা হলেন- বুলবুল ও আনসারুল। তাদের বাড়ি নীলফামারী জেলার ডোমারে বলে পুলিশ জানিয়েছে।
রংপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার ধীরেন্দ্র নাথ জানান, ঘটনার পর আমরা সেখানে যাই। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।