চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জেডটিইর নতুন পাঁচটি ফোন শিগগিরই বাজারে আসছে । এগুলো স্বল্প মূল্যের। জেডটির একমূখপাত্র জানিয়েছেন, ভারতসহ এশিয়ার অন্যান্য দেশের বাজার ধরতে কম দামের পাঁচটি ফোন আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
এসব ফোন সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে বাজারে আসবে। সাড়ে ছয় হাজার টাকা থেকে ১৬ হাজার টাকায় মিলবে এসব ফোন। তবে এই ফোনগুলির নাম কি হবে সেই ব্যাপারে কিছু জানায়নি জেডটিই। কোন একটি নির্দিষ্ট ই-কমার্স ওয়েবসাইটে বিক্রি হবে এইফোনগুলো।
জেডটিই দাবি করছে সঠিক দামে গ্রাহকের কাছে সঠিক প্রোডাক্ট পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন প্রযুক্তির ফোন গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেডটিই।
চীন ছাড়াও জেডটিইর বড় একটি বাজার ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া।