অ্যাবরশন নিয়ে নির্মাণ হচ্ছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটির গল্প লিখছেন ভাবনা। আর এতে অভিনয়ও করবেন তিনি। এটি কিশোরী মেয়েদের গল্প (অবিবাহিত মেয়ে)। গতকাল এই সম্পর্কে কথা হয় ভাবনার সঙ্গে। তিনি বলেন, গল্প লেখার কাজ এখনো শেষ হয়নি। আরো কিছুদিন সময় লাগবে। আমি তাড়াহুড়া করে কিছু করতে চাই না। যা করবো খুব গুছিয়েই করবো। তিনি আরো বলেন, গল্পটা অনেক দিন আগের। এটা সঙ্গে নিয়েই আমি বড় হয়েছি। এবার গল্পটা দর্শকদের সামনে নিয়ে আসবো। আর ‘অ্যাবরশন’-এর গল্পে অবিবাহিত মেয়েদের জন্য বেশ কিছু বার্তা থাকবে। আমার বিশ্বাস মেয়েদের শুধু নয়, প্রত্যেকটা ছেলেরও অ্যাবরশন সম্পর্কে ধারণা থাকা উচিত। ‘অ্যাবরশন’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করবেন অনিমেষ আইচ। ভাবনার গল্প লেখার সঙ্গে সঙ্গে এটির চিত্রনাট্য লিখছেন অনিমেষ। উল্লেখ্য, ছোটবেলায় ডায়েরি লেখার চর্চা ছিল ভাবনার। তার বাবা হাবিবুল ইসলাম একজন নাট্যকার ও নির্দেশক। বাবাকে দেখেই ভাবনার লেখার আগ্রহ তৈরি হয়। এখন ব্যস্ততার কারণে ডায়েরি তেমন আর লেখা হয় না বলে জানালেন এই অভিনেত্রী। তবে যখনই নতুন কোনো ভাবনা আসে, তখনই তিনি নিজের মুঠোফোনের নোটস অপশনে তা লিখে রাখেন। কিংবা ফেসবুকে স্ট্যাটাস দেন। উল্লেখ্য, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অ্যাবরশন’-এর শুটিং শুরু হতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন ভাবনা।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |