প্রাণ গেল অসহায় রোহিঙ্গাদের আবারো নৌকা ডুবির ঘটনায় । সাগর ও নাফ নদী থেকে উদ্ধার করা হয়েছে ১১ টি মৃতদেহ। আজ বৃহস্পতিবার ভোরে ও সকালে পৃথক দু’টি নৌকা ডুবির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা বেশী।
জানা যায়, শাহপরীর দ্বীপ সৈকতে ভোরে একটি নৌকা ডুবির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪ জনের লাশ উদ্ধার করা হয়। তাছাড়া হাতিয়ার ঘোনা সৈকত থেকে ১ জন, নোয়াখালী সৈকত থেকে ১ জন, শীলখালী সৈকত থেকে ১ জনসহ মোট ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহ গুলো ইউপি সদস্যদের সহযোগীতায় দাফনের ব্যবস্থা করা হয়েছে।
অপরদিকে, টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী সৈকত পয়েন্টে সকাল ৭ টার দিকে ২০/২৫ জন রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ২ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা।
এদিকে, গতকাল বুধবার সন্ধ্যায় বঙ্গোপসাগর থেকে মা-শিশুর লাশ উদ্ধার করে বাংলাদেশ নৌ-বাহিনী। উদ্ধারকৃত লাশ দু’টি টেকনাফ দরগাহছড়া সৈকত এলাকা দিয়ে টেকনাফ থানা পুলিশের কাছে হস্থান্তর করেছে। টেকনাফ মডেল থানা উপপরিদর্শক শেখ আশরাফুজ্জামান লাশ গ্রহন করে ইউপি মেম্বারের সহায়তায় দাফন সম্পন্ন করেছেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |