আদালত সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মাধ্যমে দুর্নীতির দুই মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলামের এক বছর করে দুই বছরের কারাদণ্ডের রায় দিয়েছে ।

বুধবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এম আতোয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

রায়ে মামলার অপর ব্যাংক কর্মকর্তা আসামি মো. হাফেজ শরিফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছ আদালত।

রায় ঘোষণার সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর দণ্ডিত সাইফুল ইসলাম উচ্চ আদালতে আপিলের শর্তে জামিন প্রার্থনা করলে বিচারক তা মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামি সাইফুল ইসলাম ২০০২ সালে মানিকগঞ্জ উপজেলা শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার পদে এবং মো. হাফেজ শরিফ সিনিয়র ক্যাশ অফিসার পদে কর্মরত ছিলেন। ওই সময় আসামিরা পরস্পরের যোগসাজসে শেয়ারের বিপরীতে জনৈক এএস এম সাদেকের নামে ১০ লাখ টাকার একটি এবং জনৈক সফিকুল ইসলামের নামে নয় লাখ নয় হাজার টাকার ওডি লোন মঞ্জুর করে উত্তোলন করেন। পরে ওই টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো ২০০২ সালের ১৫ মে মানিকগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করে। মামলাগুলোর তদন্তের পর ২০০৪ সালের ১৭ এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক মজিবুর রহমান আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ২০০৬ সালের ২৩ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031