দুর্বৃত্তদের ছোড়া এসিডে দগ্ধ হয়েছেন একই পরিবারের দুই বোন ও ভাই ময়মনসিংহে। তারা সবাই শিক্ষার্থী। মঙ্গলবার রাতে জেলার হালুয়াঘাট উপজেলার পল্লীতে এঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার শিকার হালুয়াঘাট উপজেলার জুগলী ইউনিয়নের কালাপাগলা গ্রামের বাসিন্দা অনার্স পড়ুয়া ছাত্রীসহ একই পরিবারে তিনজন। তারা হচ্ছেন, কালাপাগলা গ্রামের আবুল কালামের দুই মেয়ে মরিয়ম আক্তার (২২), মহিরন (১২) ও অনার্স পড়ুয়া পুত্র রাসেল (২০)।
অভিযোগ, রাত ৯টার দিকে কয়েকজন সন্ত্রাসী মিলে কৌশলে জানালা দিয়ে তাদের ওপর এসিড ছুড়ে পালিয়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে তাছলিমা খাতুনের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) লালমিয়া জানান, ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।