ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ময়মনসিংহে যৌন হয়রানির দায়ে বহিরাগত এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। সোমবার রাতে জেলার নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম নজরুল ইসলাম। পেশায় রাজমিস্ত্রী নজরুল পাবনা জেলার আতাইকুলার শাখারিয়াপাড়া গ্রামের আকুবরদা জোয়ার্দারের পুত্র।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলার গাঙ্গাইল গ্রামের বাসিন্দা মৃত শামসুদ্দিনের কন্যাকে ওই রাতে যুবক ইভটিজিং করছিল। এসময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
এসআই ইসাহাক জানান, ম্যাজিস্ট্রেট যুবককে এক বছর কারাদণ্ড ঘোষণা করলে, তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।