নেদারল্যান্ডে নির্মাণাধীন একটি মসজিদে ইসলাম বিরোধী ব্যানার ঝুলিয়ে দিয়েছে উগ্র ডানপন্থিরা। তারা মসজিদটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবিও করেছে। ওই মসজিদটির প্রধান কর্মকর্তা এ কথা জানিয়েছেন শনিবার। বার্তা সংস্থা আনাডোলু এ খবর দিয়েছে। এতে বলা হয়, ভেনলু শহরে নির্মাণাধীন রয়েছে তেভহিদ মসজিদ। শনিবার ‘আইডেনটিটায়ার ভারজেট’ নামের একটি উগ্রপন্থি গ্রুপ মসজিদের ছাড়ে ইসলাম বিরোধী ব্যানার ঝুলিয়ে যায়। মসজিদের প্রধান কর্মকর্তা আহমেদ দুরসান বলেছেন, এ ঘটনায় আমরা নিন্দা জানাই। আশপাশের এলাকায় অনেক উগ্র ডানপন্থি রয়েছে। কিন্তু এমন ঘটনা ঘটবে এটা কখনো আমরা ভাবি নি। এ নিয়ে আমরা স্থানীয় মেয়র ও অন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। এমন ঘটনা যাতে আর না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো আমরা। মসজিদের ছাড়ে যে ব্যানার লাগানো হয়েছে তাতে বলা হয়েছেÑ দূরে সরে যাও। নেদারল্যান্ডস আমাদের। আমাদের আশপাশে কোনো মসজিদ বা মুসলিমকে দেখতে চাই না। এসব বাক্য লেখা হয়েছে তুর্কি ও ডাচ ভাষায়। এ ছাড়া ওই গ্রুপটি এসব ব্যানারের ছবি পোস্ট করেছে সামাজিক মিডিয়ায়। তারপর দাবি করেছে, তারা ওই মসজিদটি তাদের দখলে নিয়েছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031