সভ্যতা’ নাকে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মিয়ানমারের আরাকানে মুসলিম রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে ঈদের দিনে মানবন্ধন করেছে ‘।

শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে সংগঠনটি।

মানবন্ধন থেকে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানানো হয়। গণহত্যা বন্ধে মিয়ানমারের নেত্রী অংসান সুচির পদক্ষেপ গ্রহণ না করায় তার সমালোচনা করা হয় এবং তার নোবেল ফিরিয়ে নেয়ার জন্য নোবেল কমিটির প্রতি আহ্বান জানান সংগঠনের নেতারা। একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘনের দায়ে সুচির সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়।

মানবন্ধন আয়োজনকারী সংগঠন সভ্যতার প্রধান নির্বাহী সিইও সাকিল হাসান ঢাকাটাইমসকে বলেন, রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে এ মানবন্ধনের আয়োজন করা হয়। পবিত্র ঈদুল আজহার দিন বিশ্বের মুসলমানদের জন্য শান্তি কামনা করে এই মানববন্ধন করা হয়।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031