পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে এ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয় আওয়ামী লীগের প্রাক্তন সহ-দপ্তর সম্পাদক সেকেন্দার আলী মোল্ল্যার নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধিদল।
চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গত ৮ আগস্ট লন্ডনের মুরফিল্ড হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখে অস্ত্রোপচার করা হয়। পরিবারের সঙ্গে এবার লন্ডনেই কোরবানির ঈদ করার কথা রয়েছে তার। লন্ডনে দুই ছেলের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে আগামী মাসের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার সম্ভাবনা আছে।