সাত হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে কুমিল্লায়। রবিবার গভীর রাতে সদর উপজেলার ঝাগুরঝুলি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নতুন পালপাড়া এলাকার হোসেন আলীর ছেলে নাছির উদ্দিন, একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে নুরুল আফসার ও চট্টগ্রাম খুলশী থানার ঝাউতলা এলাকার হোসেনের ছেলে আব্দুর জব্বার।
ডিবি পুলিশের এসআই মহসিন তালুকদার ঢাকাটাইমসকে বলেন, এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।