নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল সোমবার বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল ও খেলাফত মজলিসের সঙ্গে বৈঠকে বসবে ।

কমিশনের সংলাপসূচি অনুযায়ী বেলা ১১টায় বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল ও বিকাল ৩টায় খেলাফত মজলিসের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।

গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের এই সংলাপ শুরু হয়। ওইদিন বিকাল ৩টায় কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)। বেলা ১১টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর সঙ্গে সংলাপ থাকলেও ত্রাণ কাজে ব্যস্ত থাকায় দলটির নেতারা আসতে পারেননি। তারা কমিশনের কাছে নতুন সময় চেয়েছেন।

ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ইসিতে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ১২টি দলের সঙ্গে সংলাপের সময়সূচি চূড়ান্ত হয়েছে। এদের মধ্যে ঈদের আগে ছয়টি দলের সঙ্গে সংলাপ হবে। ঈদের পরে ১০ সেপ্টেম্বর থেকে আবার সংলাপ শুরু হবে। ইতোমধ্যে এদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

সচিব জানান, বিএমএল ও খেলাফত মজলিসের সঙ্গে সংলাপের পর ঈদের আগে ৩০ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বিকাল ৩টায় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সঙ্গে বসবে কমিশন।

তিনি জানান, ঈদের পর ১০ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১২ সেপ্টেম্বর সকাল ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিস, বিকাল ৩টায় ইসলামী ঐক্যজোট, ১৪ সেপ্টেম্বর বেলা ১১টায় কল্যাণ পার্টি ও বিকাল ৩টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর সঙ্গে সংলাপে বসবে কমিশন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে নির্বাচন বিশেষজ্ঞসহ অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। সুশীল সমাজের ৫৯ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কমিশন সংলাপে বসে। এই দুই দিনে অর্ধশত গণমাধ্যম প্রতিনিধির কাছ থেকে কমিশন বিভিন্ন পরামর্শ গ্রহণ করে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031