রাম রহিম সিংকে ধর্ষণে অভিযুক্ত ধর্মগুরু রাখা হয়েছে রোহটাকের স্যানোরিয়ায় ডিস্ট্রিক্ট জেলের একটি বিশেষ সেলে। এ জন্য ওই জেলখানায় বহু স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিñিদ্র নিরাপত্তার জালে ঢেকে ফেলা হয়েছে চারপাশ। ওদিকে দু’জন নারী ভক্তকে ধর্ষণে তাকে অভিযুক্ত করায় হরিয়ানা সহ আশপাশের রাজ্যগুলোতে যে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল তাতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৩৬। সোমবার অভিযুক্ত এই ধর্মগুরুর বিরুদ্ধে শাস্তি ঘোষণার কথা রয়েছে। এ জন্য এদিন বিচারক জগদিপ সিংকে ওই জেলখানার ভিতরে নিয়ে যাওয়ার কথা। সেখানেই তিনি বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। শুক্রবার ৫০ বছর বয়সী এই স্বঘোষিত ধর্মগুরুতে প্রায় ১৫ বছর আগে দু’জন নারী ভক্তকে ধর্ষণের দায়ে অভিযুক্ত করা হয়। হরিয়ানার পাঁচকুলায় একটি আদালতের বিচারক জগদিপ সিং তাকে অভিযুক্ত করেন। এর ফলে সেখানে দেখা দেয় ভয়াবহ দাঙ্গা। রণক্ষেত্রের রূপ ধারণ করে সেখানে। এরই মধ্যে রাম রহিমকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। হেলিকপ্টারে করে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় জেলে। সেখানে যেসব সড়ক জেলের দিকে গিয়েছে তার সবটাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিএসএফ, হরিয়ানা পুলিম সহ বিভিন্ন পর্যায়ের নিরাপত্তারক্ষীরা ওই জেলখানাকে সুরক্ষিত এক দুর্গে পরিণত করেছেন। শহরে মোতায়েন করার কথা রয়েছে মোট ২৮টি আধা সামরিক কোম্পানিকে। সূত্র জানিয়েছে, শাস্তি ঘোষণার জন্য রাম রহিম সিংকে পাঁচকুলায় নিয়ে যাওয়া হবে না, বরং বিচারককে নিয়ে যাওয়া হবে জেলখানায়। এ বিষয়ে হরিয়ানা সরকারকে শনিবার নির্দেশনা পাঠিয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট। তারা বলেছেন, সোমবার শাস্তি ঘোষণার জন্য সিবিআইয়ের স্পেশাল বিচারক জগদিপ সিংকে জেলখানায় উড়িয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা করুন। বিচারককে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ওদিকে পাঁচকুলার সহিংসতা মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা না নেয়ায় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সমালোচনা করেছে পাঞ্জাব ও হরিয়ানার আদালত।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |