চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা হলেও টেলিভিশনের প্রতি নায়করাজ রাজ্জাকের ছিল ব্যাপক আগ্রহ। ক্যারিয়ারের শুরুতে ‘ঘরোয়া’ নামের একটি টিভি নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। গত কয়েক বছর ধরে চলচ্চিত্রের কাজ কমিয়ে দিয়ে নায়করাজ নিজেকে ব্যস্ত রেখেছিলেন টিভি নাটক কিংবা টেলিফিল্মের সঙ্গে। বিশেষ করে ছেলে সম্রাটের নির্মাণে বেশ কটি টিভি নাটকে কাজ করেছেন তিনি। আর মাঝে-মধ্যে বিভিন্ন টিভি অনুষ্ঠানে অংশ নিতেন। তেমনই একটি টিভি অনুষ্ঠানে ক্যামেরার মুখোমুখি হন সর্বশেষ। যেটি গত ৬ ও ৮ই আগস্ট দুই পর্বে প্রচার হয় দেশ টিভিতে। এটি ছিল দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান ‘বেলা অবেলা সারাবেলা’। আসাদুজ্জামান নূরের উপস্থাপনায় গল্পে, আড্ডায় নায়করাজ তার জন্ম, বেড়ে উঠা, নাটক-সিনেমায়
অভিনয়, অভিনয় জীবনের অর্জন, জীবন সংসারের গল্প’সহ আরো নানান বিষয়ে নিজের সম্পর্কে তুলে ধরেছেন এ অনুষ্ঠানে। অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন রবিউল করিম। ২৯শে জুলাই সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশ টিভির কার্যালয়ে নায়করাজের পর্বটি ধারণ করা হয়েছিল। এতে অংশ নেয়া প্রসঙ্গে এ কিংবদন্তি মানবজমিনকে বলেছিলেন, সবকিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে অনুষ্ঠানটিতে অংশ নিয়ে। আসাদুজ্জামান নূর শক্তিমান একজন অভিনেতা, পাশাপাশি খুব ভালো একজন উপস্থাপকও বটে। যে কারণে গল্প করে, আড্ডা দিয়ে বেশ ভালো লেগেছে। উল্লেখ্য, বেশ আগেই এই অনুষ্ঠানে নায়করাজের অংশ নেয়ার কথা ছিলো, কিন্তু তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে সময় দেয়া হয়ে উঠেনি তার। নায়করাজের এ সাক্ষাৎকারটি প্রচার করে বেশ সাড়া পেয়েছে দেশ টিভি। নায়করাজকে শ্রদ্ধা জানিয়ে গতকাল রাতে দেশ টিভি আবার প্রচার করে অনুষ্ঠানটি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |